২০ অক্টোবর ২০২৪, ১১:৫৭

সরাসরি নিয়োগের দাবি ১-১২তম নিবন্ধনধারীদের

জাতীয় প্রেসক্লাবের সামনে ১-১২তম নিবন্ধিত নিয়োগবঞ্চিত সনদধারীদের অবস্থান  © টিডিসি ফটো

শর্তহীনভাবে সরাসরি নিয়োগ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ১-১২তম নিবন্ধিত নিয়োগবঞ্চিত সনদধারীরা। রোববার (২০ অক্টোবর) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ কয়েকশ’ চাকরিপ্রার্থী অংশ নিয়েছেন।

এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তারা অবিলম্বে পাঁচ দফা দাবি মেনে নিতে সরকারের কাছে আহবান জানিয়েছেন।

তাদের দাবির মধ্যে রয়েছে, ১-১২তম নিবন্ধিত নিয়োগবঞ্চিত সনদধারীরা যে বয়সে নিবন্ধন সনদ অর্জন করেছে, তাকে সে বয়সসীমা অনুযায়ী শর্তহীনভাবে সরাসরি নিয়োগ কার্যকর করতে হবে। অনতিবিলম্বে বিশেষ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

আরো পড়ুন: প্রজ্ঞাপনের দাবিতে এক দিন সময় দিলেন ৩৫ প্রত্যাশীরা

পাশাপাশি শুধু ১-১২তম ব্যাচের জন্য আলাদা করে মেরিট অনুযায়ী ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করতে হবে। ১-১২তম ব্যাচের নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত ফল প্রকাশ ও নতুন পরীক্ষা গ্রহণ বন্ধ রাখতে হবে। ৬০ হাজার জাল সনদধারীদের চিহ্নিত ও চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।