সভায় বসেছে এনটিআরসিএর কর্মকর্তারা

এনটিআরসিএতে সভা
এনটিআরসিএতে সভা  © ফাইল ফটো

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সভায় বসেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাবৃন্দ। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা শুরু হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো সভা চলছে।

সরেজমিনে এনটিআরসিএর কার্যালয়ে গিয়ে দেখা যায়, সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মাদ মফিজুর রহমানের কক্ষে সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় এনটিআরসিএর সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, সচিব এ এম এম রিজওয়ানুল হকসহ সংস্থাটির দুইজন পরিচালক উপস্থিত রয়েছেন। এছাড়া এনটিআরসিএর আইটি শাখার কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত সব কাজ শেষ করেছে এনটিআরসিএ। ফল প্রকাশ নিয়ে কারিগরি কোনো জটিলতা রয়েছে কি না সে বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। কোনো সমস্যা না হলে আজ সন্ধ্যায় অথবা আগামীকাল এ নিবন্ধনের ফল প্রকাশ করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফলাফল সংক্রান্ত সকল কাজ আমাদের শাখা শেষ করেছে। ফল কখন প্রকাশ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসেছেন কর্মকর্তারা। যে কোনো মুহূর্তে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে গড় পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী। গত ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন ওই প্রার্থীরা।

এর আগে গত ১৫ মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।


সর্বশেষ সংবাদ