শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে কত নম্বর পেতে হবে
বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক-প্রভাষক হতে নিবন্ধন পরীক্ষার প্রতিটি স্তরে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। প্রিলিমিনারি, রিটেন ও ভাইভায় আলাদা-আলাদাভাবে ৪০ শতাংশের কম নম্বর পাওয়া কোনও প্রার্থী শিক্ষক নিয়োগের মেধাতালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০। আর বিদ্যমান বিধিমালা অনুযায়ী কোনও প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর না পেলে শিক্ষক নিয়োগের মেধাতালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এখন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন চলছে।
নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা প্রার্থীরা দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষার পাস নম্বর বা কাট নম্বরের বিষয়ে জানতে চাচ্ছেন। তারা বিভিন্ন বিষয়ের প্রার্থীদের লিখিত পরীক্ষার পাস নম্বর সম্পর্কে জানানোর অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন : সেপ্টেম্বরের শেষেও ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে শঙ্কা
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও প্রত্যয়ন বিধিমালায় শিক্ষক পদে নিয়োগ সুপারিশের যোগ্য বিবেচিত হয়ে মেধাতালিকায় স্থান পেতে প্রার্থীদের ন্যূনতম কত নম্বর পেতে হবে- সে বিষয়ে বলা আছে। ২০১৫ সালের ডিসেম্বরে জারি করা ওই বিধিমালার সর্বশেষ সংশোধনে বলা আছে, প্রিলিমিনারি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হতে হবে শতকরা ৪০ শতাংশ।
প্রতিযোগিতামূলক এ পরীক্ষার লিখিত ও মৌখিক অংশের নির্ধারিত কোন পাস নম্বর নেই। নির্ধারিত পাস নম্বর না থাকলে শিক্ষক পদে নিয়োগের আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হয়ে জাতীয় মেধাতালিকায় স্থান করে নিতে প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। বিধিমালায় বলা আছে, কোনও প্রার্থী লিখিত ও মৌখিক-উভয় ক্ষেত্রেই পৃথকভাবে অন্যূন শতকরা ৪০ শতাংশ নম্বর না পেলে তিনি মেধাতালিকায় অন্তর্ভুক্তির যোগ্য বিবেচিত হবেন না।
আরও পড়ুন : ১৮তম নিবন্ধন: খাতা দেখতে ৩০ দিনের সময় পাচ্ছেন পরীক্ষকরা
বিধিমালা অনুসারে, উত্তীর্ণ প্রার্থীদের মেধা-ভিত্তিক মূল তালিকা ছাড়া শূন্যপদের সংখ্যার শতকরা ২০ ভাগ প্রার্থীর সমন্বয়ে অপেক্ষমাণ তালিকা প্রণয়ন করা যাবে। তাই লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বরের কথা বিধিমালা উল্লেখ করা হলেও বিষয়ভিত্তিক প্রার্থীর সংখ্যা বিবেচনায় পাস নম্বর বা কাট নম্বর বাড়ার সুযোগ আছে। তবে বিষয়ভিত্তিক পাস নম্বর প্রকাশ করার নজির নেই।
এনটিআরসিএর কর্মকর্তারা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বিধিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা-প্রতিটি অংশে ন্যূনতম ৪০ নম্বর পেতে হয়। তবে লিখিত পরীক্ষার পাস নম্বর বা উত্তীর্ণ হওয়ার নম্বর নির্ধারিত নয়। প্রার্থী বেশি হলে পাস নম্বর বাড়তে পারে।
জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল চলতি সেপ্টেম্বর মাসে ফল প্রকাশ করতে চাচ্ছে এনটিআরসিএ। তবে ছাত্র-জনতার আন্দোলন ও সরকার পতনের জেরে খাতা মূল্যায়নের প্রক্রিয়া দেরিতে শুরু হয়েছে। তাই চলতি মাসে এ পরীক্ষার ফল নিয়ে শঙ্কাও আছে।