সচিবালয়ের সামনে জড়ো হচ্ছেন ১৭তম নিবন্ধনের আবেদনবঞ্চিতরা
১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া ৭৩৯ জন প্রার্থী সচিবালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন। অন্তত একটিবার আবেদনের সুযোগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শুরু করবেন তারা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ের দুই নাম্বার গেটের সামনে অবস্থান নিতে শুরু করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে আবেদনবঞ্চিত মো. ইউসুফ ইমন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান শুরু করেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো।
প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে করোনাভাইরাস সহ নানা কারণে এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে অনেক সময় লেগে যায়। প্রিলি, লিখি ও মৌখিক পরীক্ষা শেষ করে ২০২৩ সালের শেষ দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। এই নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগে যায়। এতে অনেকেরই এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম হয়ে যায়।