২৯ জুলাই ২০২৪, ১৭:৪০

৫ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার সময় বাড়বে কী?

সনদ জমা দিতে প্রার্থীদের ভিড়  © সংগৃহীত

৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না বলে জানা গেছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রার্থীদের কাগজপত্র জমা দিতে হবে। তবে প্রার্থীদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণের সময়সীমা বাড়ানো হতে পারে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অধিকাংশ প্রার্থীই কাগজপত্র জমা দিয়েছেন। অল্প কিছু প্রার্থী এখনো সনদপত্র জমা দিচ্ছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেওয়ার সময়সীমা না বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, সনদ জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। তবুও আমরা তথ্য সংগ্রহের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে অনলাইনে ভি-রোল ফরম পূরণের সময়সীমা বাড়ানো হতে পারে। আগামী বুধবার সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১০ জুলাই বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরু হয়। গত ২৪ জুলাই ভি-রোল ফরম পূরণের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তা ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়। দ্বিতীয়বারের মতো এ সময়সীমা বাড়ানোর হতে পারে। 

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে। এনটিআরসিএ প্রদত্ত লিংকে ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রত্যেক প্রার্থীর মুঠোফোনে ইতিমধ্যে খুদে বার্তার মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হয়েছে।