২৯ এপ্রিল ২০২৪, ১৭:২৪

৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে—জানাল এনটিআরসিএ

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদনগ্রহণ চলছে। আগামী ৯ মে পর্যন্ত আবেদন করা যাবে। এরপর আবেদন যাচাই-বাছাই করা হবে। সবকিছু ঠিক থাকলে মে মাসেই নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে।

সোমবার (২৯ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ১৮তম নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ নিয়ে যা জানাল এনটিআরসিএ

কর্মকর্তারা জানিয়েছেন, ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই। ফলে ১০ মে আবেদনের টাকা পরিশোধের পরপরই টেলিটকের মাধ্যমে আবেদন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া শেষ করতে ১০ থেকে ১৫ দিনের মতো সময় লাগবে। এরপর ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৫ম গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই। মে মাসের মধ্যে প্রাথমিক সুপারিশ করতে আমরা চেষ্টা করবো।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে স্কুল অ্যান্ড‌ কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।