নিবন্ধন সনদের মেয়াদ কতদিন—জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান
শিক্ষক নিবন্ধনের বিধিমালায় নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর উল্লেখ রয়েছে। নিবন্ধন সনদের মেয়াদের বিষয়ে আপিল বিভাগের একটি রায়ও রয়েছে। আমাদের আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ সব কথা বলেন বেসরকার শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম।
এনটিআরসিএ’র চেয়ারম্যান জানান, আমরা খুব দ্রুত ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এর আগে আমাদের একটি সভা হবে। সেই সভায় নিবন্ধন সনদের মেয়াদ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন আপিল বিভাগের রায়ের প্রতি সম্মান রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশিকা পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। নিবন্ধনের বিধিমালা অনুযায়ী, প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশের পর থেকে সনদের মেয়াদ হবে তিন বছর। তবে গণবিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হওয়ায় সনদের মেয়াদ ৩৫ বছর পর্যন্ত ধরত এনটিআরসিএ। সেই নিয়মের পরিবর্তন আনতে যাচ্ছে সংস্থাটি।