২০ ডিসেম্বর ২০২৩, ১৯:৩১
অবসরে গেলেন এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান পদ থেকে অবমুক্ত হয়ে অবসরোত্তর ছুটিতে গেলেন এনামুল কাদের খান। চেয়ারম্যান অবসরে যাওয়ায় এনটিআরসিএর সদস্য এস এম মাসুদুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বুধবার এনামুল কাদের খান এনটিআরসিএ থেকে অবমুক্ত হয়েছেন এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারের এ অতিরিক্ত সচিবের অবসরোত্তর ছুটি শুরু হচ্ছে। তার চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় ৬৭ হাজারের বেশি নতুন শিক্ষক নিয়োগ সুপারিশ পেয়েছেন।
এর আগে ২০২১ খ্রিষ্টাব্দের ৩ মে অতিরিক্ত সচিব এনামুল কাদের খান এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে পদায়ন পান। এর আগে তিনি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত ছিলেন।