যোগদানে বাধা দিলে অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সদ্য নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাওয়া শিক্ষকদের যোগদানে বাধা দিলে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার রাতে ২৭ হাজার ৭৪ জন শিক্ষককে নিয়োগের চূড়ান্ত সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনটিআরসিএ।
জানা গেছে, সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষককেই যোগদান করাতে প্রতিষ্ঠান প্রধান বা সভাপতি ঘুষ চান বা অনৈতিক সুবিধা দাবি করেন। এসব ক্ষেত্রে বলা হয়, ঘুষ না দিলে নতুন শিক্ষককে যোগদান করতে দেয়া হবে না।
এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত শিক্ষককে যোগদানে বাধা দিলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও বন্ধ হয়ে যেতে পারে। ব্যবস্থা নেয়া হবে পরিচালনা কমিটির বিরুদ্ধেও।
বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর ১৮ এর (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসিএতে শিক্ষক চাহিদা দিলে ওই পদে মনোনীত (সুপারিশপ্রাপ্ত) প্রার্থীকে নিয়োগ (যোগদান করতে) দিতে হবে। প্যাটার্নের অতিরিক্ত চাহিদা দিলে ওই শিক্ষক কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানের বেতন ভাতা স্থগিত বা বাতিল করা হবে এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।