স্লোগানে স্লোগানে মুখর এনটিআরসিএ চত্বর
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করছেন চাকরিপ্রার্থীরা।
সোমবার (৪ সেপ্টেম্বর) ১০টা থেকে এই কর্মসূচি পালন শুরু করেন হবু শিক্ষকরা। এ সময় দ্রুত নিয়োগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। বিভিন্নটি হবু শিক্ষকদের স্লোগানে এনটিআরসিএ চত্বর মুখর হয়ে রয়েছে।।
জানতে চাইলে ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের সহ সভাপতি মো. ইমরান খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রাথমিক সুপারিশের দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও এখনো আমাদের চূড়ান্ত সুপারিশ করা হয়নি। সেজন্য আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি।
তিনি আরও জানান, আমরা এনটিআরসিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা নান অজুহাত দেখাচ্ছেন। আমরা আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।
জানা গেছে, চলতি বছরের মার্চে এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ হাজার ৪৩৮ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। এর প্রায় দেড় মাস পর গত ২৭ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের জন্য অনলাইনে ভি-রোল ফরম পূরণের নির্দেশ দেয় এনটিআরসিএ।
প্রার্থীদের সঠিকভাবে ভি-রোল ফরম পূরণের জন্য কয়েক দফা মেয়াদ বৃদ্ধি করা হয়। ভি-রোল ফরম পূরণ শেষে চূড়ান্ত সুপারিশের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় এনটিআরসিএ। তবে এখনো চুড়ান্ত অনুমোদন দেয়নি মন্ত্রণালয়। এই অবস্থায় আটকে গেছে নিয়োগ প্রক্রিয়া।