১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৮তম’র কার্যক্রম শুরুর পরিকল্পনা
১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে। শিগগিরই সভা করে এ বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করা হতে পারে।
বুধবার (২ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তার সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে।
এনটিআরসিএ’র কর্মকর্তারা বলছেন, ২০২০ সালে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর প্রায় সাড়ে ৩ বছর কেটে গেলেও নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে অনেক প্রার্থী শিক্ষক হওয়ার জন্য নিবন্ধন করতে পারছেন না।
আরও পড়ুন: ৪১তম বিসিএসের ফল কবে—যা বললেন চেয়ারম্যান
এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনেক শিক্ষক সংকট রয়েছে। ইতোমধ্যে যারা নিবন্ধন সনদ অর্জন করেছেন তাদের মাধ্যমে এই পদগুলো পূরণ করা যাচ্ছে না। এজন্য নতুন শিক্ষক নিবন্ধনের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরুর পরিকল্পনা চলছে। শিগগিরই উচ্চপর্যায়ের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।নে
এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৮তম নিবন্ধনের কার্যক্রম শুরু করা যায় কি না সে বিষয়টি ভেবে দেখা হচ্ছে। আমরা একটি পরিকল্পনা করছি। সেই পরিকল্পনা অনুযায়ী সামনে আগাতে চাই।
এনটিএসসি গঠন হলে নিবন্ধন পরীক্ষা থাকবে না। তাহলে ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে একটি শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এনটিআরসিএ সচিব জানান, এনটিএসসি কবে গঠন করা হবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এনটিএসসি গঠন হলেও এর কার্যক্রম শুরু হতে অনেক দেরি। কাজেই ১৮তম নিবন্ধন পরীক্ষা হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।