ভি-রোল ফরম পূরণে ভুল করেছেন ৯০০ প্রার্থী
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রায় নয় শতাধিক প্রার্থী পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণে ভুল করেছেন। এই প্রার্থীদের ভি-রোল ফরম সঠিকভাবে পূরণে একাধিকবার সময় দেওয়া হলেও এখনো অনেকের ভুল রয়ে গেছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৩২ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছিল। সুপারিশপ্রাপ্তদের মধ্যে ২৮ হাজার জন ভি-রোল ফরম জমা দিয়েছেন।
ওই সূত্র আরও জানায়, যারা ভি-রোল ফরম জমা দিয়েছেন তাদের মধ্যে ৯০০ জনের ফরম পূরণে ভুল হয়েছে। এগুলোর সমাধান করে ভি-রোল ফরমগুলো সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার অতিরিক্ত দায়িত্ব পালন করা সদস্য এস এম মাসুদুর রহমান বলেন, প্রায় ২৮ হাজার ভি-রোল ফরম পূরণ হয়েছে। এগুলো যাছাই-বাছাই শেষ সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হবে।
তিনি আরও বলেন, আমরা ১০০টি করে ফরম প্যাকেট করবো। এভাবে ২৮০টি প্যাকেট সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হবে। কোনো জটিলতা তৈরি না হলে দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হবে।