২৫ জুলাই ২০২৩, ১২:২২

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি সহসাই হচ্ছে না 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ফটো

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি সহসাই প্রকাশ করা হচ্ছে না। ১৭তম নিবন্ধনের কার্যক্রম শেষ করার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান।

জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে এখনো এই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলই প্রকাশ করা সম্ভব হয়নি। এই অবস্থায় ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় না এনটিআরসি। ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষে ১৮তম নিবন্ধনের কার্যক্রম শুরু করতে চায় সংস্থাটি।

এ প্রসঙ্গে মো. আবদুর রহমান বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রক্রিয়া শেষ করার আগে ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের ইচ্ছা এনটিআরসিএ’র নেই। একটি নিবন্ধন প্রক্রিয়া শেষ করার পর আরেকটি নিবন্ধনের কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাস সহ নানা জটিলতার কারণে ১৭তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শুরু করতে দেরি হয়ে গেছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে এই নিবন্ধনের কার্যক্রম গুছিয়ে আনতে। তবে পরিস্থিতি সব সময় আমাদের অনুকুলে থাকে না।