০৯ জুলাই ২০২৩, ১৮:০৯

১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল হতে পারে আগস্টে

পরীক্ষার্থী  © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পরীক্ষকরা পাঠানো শুরু করেছেন। তবে অনেক পরীক্ষক এখনও খাতা পাঠানো শুরু করেননি। এ মাসের মধ্যে খাতা পাঠানোর কাজ শেষ হলে আগস্টের শুরুতে এই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। 

রোববার (৯ জুলাই) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবায়দুর রহমান।

আরও পড়ুন: ৩২ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ হতে পারে এ মাসেই

তিনি বলেন, অনেক পরীক্ষক খাতা দেখা শেষ করে তা আমাদের কাছে পাঠানো শুরু করেছেন। তবে আমার সিস্টেম এনালিস্ট নতুন। সেজন্য তিনি ফল তৈরির কাজ এখনও শুরু করতে পারেননি। তাকে প্রশিক্ষণের জন্য আমরা শিক্ষা বোর্ডে পাঠিয়েছি। সেখানে প্রশিক্ষণ শেষে তিনি ফল তৈরির কাজ শুরু করবেন। আশা করছি আগস্টে ফল প্রকাশ করা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী। গত ৫ মে অনুষ্ঠিত স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৭ হাজার ২৭৪ জন। আর ৬ মে অনুষ্ঠিত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৭ হাজার ৫৬০ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেলেও ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী এ পরীক্ষা দিয়েছিলেন।