জীববিজ্ঞানের প্রদর্শক পদে পুনঃসুপারিশ, নিয়োগ পাচ্ছেন ১১৪ জন
জীববিজ্ঞান প্রদর্শক পেদে নতুন করে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে আগে নির্বাচিত ৪১ জনসহ ১১৪ জনকে পুনঃসুপারিশ করা হয়েছে।
বুধবার রাতে এনটিআরসিএ’র সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জীববিজ্ঞান প্রদর্শক পদে উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান উভয় বিষয়ের নিবন্ধন সনদধারীদের আবেদন বিবেচনা করে জীববিজ্ঞান প্রদর্শক পদের ফল পুনরায় প্রক্রিয়া করা হয়। আগে নির্বাচতি ৪১ জন প্রার্থীসহ মোট ১১৪ জন প্রদর্শক পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। আগে নির্বাচিত ৪১ জনের মধ্যে ১৩ জন আগের প্রতিষ্ঠানে পুনরায় নির্বাচিত হয়েছেন, ২৮ জনের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে, নতুনভাবে শূন্যপদে ১৬ জন নির্বাচিত হয়েছে আর ৫৭ জনের পদ ও প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে। ১১ জন প্রার্থী সহকারী শিক্ষকের সনদ নিয়ে প্রদর্শক পদে আবেদন করে নির্বাচিত হওয়ায় তাদের নির্বাচন বাতিল করা হয়েছে। যেসব প্রার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে, যারা নতুন নির্বাচন পেয়েছেন ও যাদের প্রাথমিক নির্বাচন বাতিল করা হয়েছে তাদের ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। এনটিআরসিএর ওয়েবসাইটে চতুর্থ গণবিজ্ঞপ্তি সেববক্সে প্রদর্শক পদে পুনঃনির্বাচন মেন্যুতে ফল দেখা যাবে।
এনটিআরসিএ বলছে, নতুন নির্বাচিত ১৬ প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান ও পদ পরিবর্তন হওয়া ৫৭ জন ও প্রতিষ্ঠান পরিবর্তন হওয়া ২৮জন সহ মোট প্রতিষ্ঠান পরিবর্তন হওয়া ৮৫ জন প্রার্থীর ভিরোল ফরম ফেরত পাঠানো হবে। ফরম ফেরত পাঠানোর সুবিধার্থে তাদের ট্র্যাকিং নম্বর আগামী ২০ জুনের মধ্যে এনটিআরসিএর কার্যালয়ের ৪১৫ নম্বর রুমে জমা দিতে বলা হয়েছে। এসব প্রার্থীকে আগের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে তথ্য হালনাগাদ করে ২৬ জুনের মধ্যে পুনরায় ভিরোল ফরম সাবমিট করতে হবে। ভিরোল ফরম না পাঠালো প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে।