১২ জুন ২০২৩, ১৬:০৫

বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ফটো

দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মরত রয়েছেন। তবে এই শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই। এতদিন গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে নিজ জেলায় যাওয়ার সুযোগ পেয়েছেন তারা। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইনডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। এই অবস্থায় বিপাকে পড়েছেন তারা।

বেসরকারি শিক্ষক নিয়োগের সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির কর্মকর্তারা বলছেন,গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া হলে নতুনরা চাকরির সুযোগ পান না। অনেক জায়গায় শিক্ষক সংকট লেগে থাকে। এই অবস্থায় এনটিআরসিএ’র সুপারিশে মন্ত্রণালয় ইনডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ রহিত করে। 

নটিআরসিসএ’র একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের তথ্য তাদের কাছে রয়েছে। এই তথ্যের উপর ভিত্তি শিক্ষকদের  বদলি কার্যক্রম পরিচালনা করতে চান তারা। বিষয়টি লিখিতভাবে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তবে তাদের পাঠানো প্রস্তাবনা এখনো অনুমোদন হয়নি। এই অবস্থায় শিক্ষকদের সমস্যার সমাধান কবে হবে সে বিষয়ে তারাও কিছু বলতে পারছেন না।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতিদিন অসংখ্য শিক্ষক আমাদের সাথে যোগাযোগ করেন। বদলির বিষয়ে জানতে চান। তবে আমরা তাদের কোনো সুখবর দিতে পারি না। শিক্ষকদের বদলির ফাইল হাত দিলেই নানা জটিলতা দেখা দেয়। শিক্ষকদের পারস্পারিক বদলি কিংবা অন্য কোনো উপায়ে প্রতিষ্ঠান পরিবর্তন করা যায় কি না সে বিষয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনা অনেকদিন ধরেই হচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদন সুযোগ বন্ধ করেছে মন্ত্রণালয়। তবে আমরা তাদের বদলির বিষয়টি নিয়ে কাজ করছি। তবে বিষয়টি নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর।