২২ মে ২০২৩, ১৭:০৭

৪র্থ গণবিজ্ঞপ্তি: ৬ষ্ঠ থেকে ১১তম নিবনন্ধনধারীদের সনদ যাচাই হচ্ছে

ক্লাস নিচ্ছেন শিক্ষক   © ফাইল ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তিদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ যাচাই করা হবে। আগামী ২৬ জুনের মধ্যে সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

রবিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় সহকারী মৌলভী ও আইসিটি পদ ব্যাতিত অবশিষ্ট বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৬ষ্ঠ থেকে ১১তম শিক্ষক নিবন্ধনধারীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ আগামী ২৬ জুনের মধ্যে এনটিআরসিএর কার্যালয়ে জমা দিতে হবে। এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া ফরম্যাট অনুযায়ী সনদগুলো সত্যায়িত করে সনদ জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষক নিবন্ধনের সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি ও ছকে চাহিদাকৃত তথ্য প্রেরণে ব্যর্থ হলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

এর আগে গত বছরের ২১ ডিসেম্বর সারাদেশের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩২ হাজারের বেশি নিবন্ধনধারীদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। বর্তমানে সুপারিশপ্রাপ্তদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ চলছে। আগামী ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম জমা দেওয়া যাবে।