১৭তম নিবন্ধন: শেষ সময়ে পরীক্ষার ভেন্যু পরিবর্তন করল এনটিআরসিএ
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রংপুরের একটি ভেন্যু পরিবর্তন করা হয়েছে। প্রার্থীদের নতুন ভেন্যুতে পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সম্প্রতি এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর আওতায় আগামী শনিবার (৬ মে) রংপুরের ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ভেন্যুতে অনুষ্ঠিতব্য সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষার পরীক্ষার্থীদের আসন অনিবার্য কারণে নিম্নরূপে পুনর্বিন্যাস করা হলো। পরীক্ষার্থীদেরকে ভেন্যুর পরিবর্তে নিম্নে উল্লেখিত ভেন্যুতে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো ভেন্যু পরিবর্তনের বিষয়টি টেলিটক বাংলাদেশ লিমিটেড এর এসএমএস এর মাধ্যমেও প্রার্থীদেরকে অবহিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।