চতুর্থ গণবিজ্ঞপ্তি: চূড়ান্ত আবেদন করল এক লাখ নিবন্ধনধারী
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদনগ্রহণ শেষ হয়েছে। এতে এক লাখ নিবন্ধনধারী চূড়ান্ত আবেদন করেছেন। যদিও প্রাথমিক আবেদনের সংখ্যা ছিল প্রায় এক লাখ ২০ হাজার।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এক লাখ ১৯ হাজারের বেশি প্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন। তবে আবেদন ফি জমা দিয়েছেন এক লাখ ৭৬৩ জন।
এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, এক লাখের বেশি প্রার্থী আবেদন ফি জমা দিলেও স্কুল এবং কলেজ উভয় পর্যায়ে আবেদন ফি জমা দিয়েছেন প্রায় ২০ হাজার প্রার্থী। ফলে সব মিলিয়ে আবেদনকারীর সংখ্যা ৮০ হাজারের কিছু বেশি।
এ প্রসঙ্গে জানতে চাইলে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত আবেদন করেছেন এক লাখের কিছু বেশি প্রার্থী। তবে কোন পর্যায়ে কতজন আবেদন করেছেন সেটি বলা সম্ভব নয়।
বিষয় ভিত্তিক কেমন আবেদন পড়েছে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি বলা সম্ভব নয়। এটি বের করা অনেক ঝামেলাপূর্ণ। এই তথ্য কেবল টেলিটকই দিতে পারবে।