চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের অনশন স্থগিত
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিজেদের ডাকা আমরণ অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম। সোমবার (৫ ডিসেম্বর) বিকালে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
এর আগে দুপুরের পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের সাথে দেখা করেন ফোরামের বেশ কয়েকজন সদস্য। সেখানে বৈঠক শেষে অনশন কর্মসূচি স্থগিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের নেতা মো. সাব্বির আহমেদ। তিনি বলেন, আমাদের দাবি নিয়ে আমরা এনটিআরসিএ’র কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি। তারা গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আন্তরিক। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়া এবং ১৩তম নিবন্ধনধারীদের রিটের বিষয়টি সমাধান না হওয়ায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।
তিনি আরও বলেন, এনটিআরসিএ’র কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে বিষয়গুলোর সমাধান করে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। তাদের আন্তরিকতা এবং দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে আমাদের অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এর আগে দ্রুত সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সোমবার সকাল থেকে এনটিআরসিএ’র সামনে অনশন কর্মসূচি পালন করেন বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ফোরামের নেতাকর্মীরা।