চাকরি স্থায়ী করতে পরীক্ষা দিতে হবে কর্মকর্তা-কর্মচারীদের
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করতে বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে জমা দিতে হবে।
সম্প্রতি এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অনুমোদিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) বিভাগীয় পরীক্ষা গ্রহণ নীতিমালা-২০২২ এর আওতায় ‘বিভাগীয় পরীক্ষা’ অনুষ্ঠিত হবে। বর্ণিত নীতিমালা অনুসারে বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুকদের কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত নির্ধারিত আবেদন ফরম এ আবেদন করতে হবে। আবেদন ফরম এনটিআরসিএ'র ওয়েবসাইটে পাওয়া যাবে।
ওয়েবসাইট হতে আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে পূরণ করে আগামী ১২ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে সচিব, এনটিআরসিএ দপ্তরে জমা প্রদান করতে হবে। পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তি আকারে এ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।