অধ্যক্ষের শূণ্যপদ পূরণের অনুরোধ মাদ্রাসা অধিদপ্তরের ডিজির

ডিজি
কে এম রুহুল আমীন

এমপিওভুক্ত মাদ্রাসার অধ্যক্ষ/সুপার পদ পূরণের অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন। বুধবার (৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি আবেদন সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হয়েছে।

চিঠিতে মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘‘মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় এমপিওভুক্ত কামিল, ফাযিল, আলিম ও দাখিল স্তরের মাদ্রাসা রয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে অনেক মাদ্রাসায় অধ্যক্ষ/সুপারের পদ দীর্ঘদিন যাবৎ শূণ্য থাকা সত্ত্বেও পদ পূরণে কোনরূপ উদ্যোগ গ্রহণ করা হয় না। মাদ্রাসার অন্যান্য শূণ্যপদ পূরণ করা হয় অথচ অধ্যক্ষ/সুপার পদে দীর্ঘদিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে রাখা হয়।’’

আরও পড়ুন: বেতন ছাড়াই ৮ মাস, অধিদপ্তরের গেটে তালা দিল শিক্ষকরা

কে এম রুহুল আমীন জানান, ‘‘প্রতিষ্ঠান প্রধানের পদ দীর্ঘদিন শূণ্য থাকার ফলে মাদ্রাসার শিক্ষা ও পাঠদান কার্যক্রম দারুনভাবে ব্যাহত হচ্ছে। অধ্যক্ষ/সুপারের পদ দীর্ঘদিন শূণ্য থাকলে মাদ্রাসার আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সমস্যার সৃষ্টি হয়। অধ্যক্ষ/সুপার পদে দীর্ঘদিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব প্রদানের কারণে অনেক মাদ্রাসায় মামলার উদ্ভব হয়। মাদ্রাসার অধ্যক্ষ/সুপার পদ দীর্ঘদিন শূণ্য রাখা মোটেও কাম্য নয়। মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ এবং শিক্ষার মান বজায় রাখার লক্ষ্যে অধ্যক্ষ/সুপারের শূণ্যপদ পূরণ করা প্রয়োজন।‘’

তিনি আরও বলেন, ‘‘যে সকল মাদ্রাসার অধ্যক্ষ/সুপারের পদ শূণ্য রয়েছে তা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত)-এর আলোকে পূরণের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।’’