পাকিস্তানের ভাগ্য নির্ধারণ আজ

পাকিস্তান
পাকিস্তান © সংগৃহীত

ভারত, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। তিন দল ইতোমধ্যেই পৌঁছে গেছে এশিয়া কাপের শেষ চারে। এশিয়া কাপে নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে আজ মাঠে নামবে পাকিস্তান। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হংকং। জয়ের সম্ভাবনার ক্ষেত্রে নিশ্চিতভাবে এগিয়ে পাকিস্তান। আজ জিতলে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেবে বাবর আজম বাহিনী।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ডু অর ডাই গেমে শারজায় পাকিস্তান-হংকংয়ের ম্যাচটি দিয়েই শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এই ম্যাচের জয়ী দলই পাবে এশিয়া কাপের সুপার ফোরের শেষ টিকিট। হারলেই বাংলাদেশের মতো দেশের ফ্লাইট ধরতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের।

পাকিস্তানের বোলাররা যদি হংকং দলকে হালকা-ভাবে নেন, তাহলে এর ফল ভুগতে হতে পারে। বাবর আজমদের পক্ষে খুব সহজ হবে না হংকংকে হারানো। এশিয়া কাপে পাকিস্তান-হংকংয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আরও পড়ুন: মেসি-রোনালদোর রেকর্ড ভাঙলেন নেইমার

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার জামান, খুশদিল শাহ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ ও শাহনওয়াজ দাহানি।

হংকংয়ের সম্ভাব্য একাদশ: নিজাকাত খান (অধিনায়ক), বাবর হায়াত, ইয়ানিম মুরতাজা, কিঞ্চিত শাহ, স্কট ম্যাকেসনি (উইকেটরক্ষক), হারুন আরশাদ, আইজাজ খান, জিশান আলি, এহসান খান, আয়ুশ শুকলা, মোহাম্মদ গাজানফার।