১২০-এ ১১৭.৫ পেয়ে ‘ডি’ ইউনিটে প্রথম ইকবাল
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ২০২১-২২ শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন ইকবাল হোসেন। তিনি ১২০ নম্বরের মধ্যে ১১৭.৫ নম্বর পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. এইচ এ এন এম এরশাদ উল্লাহ।
আরও পড়ুন: ইবির ‘ডি’ ইউনিটে পাসের হার ৮৯ শতাংশ, ফল দেখুন এখানে
তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এদের মধ্যে সব শর্ত মেনে কৃতকার্য হয়েছেন ১৬৮৭ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৮৯ শতাংশ।
এর আগে শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চারটি বিভাগে ৩২০ টি আসনের বিপরীতে ২ হাজার ২৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন।