ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নতুন ট্রেজারার ইসফাক ইলাহী চৌধুরী

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
কমোডর ইসফাক ইলাহী চৌধুরী

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ভারপ্রাপ্ত ট্রেজারার এয়ার কমোডর ইসফাক ইলাহী চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (১১ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা এর ভারপ্রাপ্ত ট্রেজারার এয়ার কমোডর ইসফাক ইলাহী চৌধুরী (অব.)-কে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা-এর ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলোঃ’’

আরও পড়ুন: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। 

ক) ট্রেজারার পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন;

খ) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।