ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন মাও সেতুং-শি জিনপিংয়ের বিশ্ববিদ্যালয়ে

চীনের বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ
চীনের বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

চীনের বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ২০২২–২৩ শিক্ষাবর্ষে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ সেপ্টেম্বর ২০২২। 

পশ্চিমা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর আদলে পরিচালিত চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। রাজধানী বেইজিংয়ে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টির বয়স শত বছরেরও বেশি। গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে এ বিশ্ববিদ্যালয় চীনাদের গর্বের প্রতীক।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সাবেক প্রেসিডেন্ট হু জিনতা ও সাবেক শীর্ষ নেতা মাও সেতুং এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনার সুযোগ পাওয়াও অনেক সৌভাগ্যের বিষয়। তাইতো আন্তর্জাতিক শিক্ষার্থীরা মুখিয়ে থাকেন একটি স্কলারশিপের জন্য।

যোগ্যতা

> আবদেনকারীকে অবশ্যই আন্ডারগ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং একাডেমিক ফলাফল হতে হবে।
> ২০২৩ সালের ১ আগস্ট বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছর।
> ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের দেশ

> আবেদনের সাথে  ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার মানদন্ড জমা দিতে হবে। 
> আবেদনকারীর টোফেল আইবিটি স্কোর ১০০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে। 
> নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে এবং বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর, ২০২২।