সাত কলেজে বিজ্ঞান ইউনিটে পাসের হার কত?

সাত কলেজ
শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪টার পর ফল প্রকাশিত হয়।

বুধবার বিকালে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।

তিনি বলেন, সাত কলেজের বিজ্ঞান ইউনিটে পাসের হার ৬১ দশমিক ১ শতাংশ। ২০ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছেন। শিগগিরই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

এর আগে, গতকাল শুক্রবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। পরীক্ষায় আবেদনকারী ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।