আগামী মাস থেকে লোডশেডিং থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অকটেন
নসরুল হামিদ

বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে আগামী মাস থেকে লোডশেডিং থাকবে না। একই সাথে জ্বালানী তেলের দামও সমন্বয় করা হবে।

রবিবার (১৪ আগস্ট) ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের সাথে এক আলোচনায় সভায় এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আমাদের ৮ হাজার কোটি টাকার লোকসান গুনতে হয়েছে। আমরা তেলের দাম বাড়াইনি। কেবলমাত্র সমন্বয় করেছি।

তিনি আরও বলেন, বর্তমান যে পরিস্থিতি এটি বিশ্ব পরিস্থিতি। ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বই সংকটে পড়েছে। আমরাও এর বাইরে নয়। গ্যাসের যে ঘাটতি তৈরি হয়েছে সেটি আমাদের উন্নয়ন কার্যক্রমের জন্য। গত ১০ বছরে আমাদের ব্যাপক উন্নয়ন হয়েছে। শিল্প কারখায়ান ব্যাপক ভাবে গ্যাসের চাহিদা তৈরি হয়েছে। আমাদের চাহিদা এবং উৎপাদনের মধ্যে ব্যাপক ফারাক তৈরি হয়েছে।

নসরুল হামিদ আরও বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এই সরকার জনগণকে কখনোই ভোগান্তিতে ফেলবে না। বর্তমানে বিশ্বব্যাপী সংকট তৈরি হয়েছে। আমাদের সবকিছুর মধ্যেই এখন সমন্বয় করতে হবে।