মারা গেলেন 'কই মিল গেয়া'র অভিনেতা মিথিলেশ

ভারত
মিথিলেশ চতুর্বেদী

হ্রদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন 'কেই মিল গেয়া' খ্যাত অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। বুধবার (৩ জুলাই) মুম্বইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ের জামাই আশিষ চতুর্বেদী।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিষ লিখেন, আপনি আমাকে জামাইয়ের মতো নয় বরং নিজের ছেলের মতো আমাকে ভালবাসা দিয়েছেন, সৃষ্টিকর্তা আপনার আত্মাকে শান্তি দিক।

আরও পড়ুন: কলকাতার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু।

আশিষ জানান, কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয় মিথিলেশের। তার শহর লাখনৌ তে তার চিকিৎসা চলছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে মুম্বাই নিয়ে আসা হয়। অস্ত্রপাচার করার পর ধীরে ধীরে সুস্থও হচ্ছিলেন বলে জানান আশিষ। কিন্তু বুধবার রাতে মারা জযান তিনি। আজ দুপুর ৩টে থেকে ৪টের মধ্যে ভারসোভা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, বিভিন্ন সময়জিনপ্রিয় সব সিনেমায় অভিনয় করেছিলেন মিথিলেশ। গদর: এক প্রেম কথা, তাল, ফিজা, বান্টি অর বাবলি- সহ বলিউডের বহু হিট সিনেমার অংশ ছিলেন মিথিলেশ। পাটিয়ালা বেবস, সিআইডি, কুমকুম: এক পেয়ারা সা বন্ধন-এর মতো টেলিভিশন অনুষ্ঠানেও দেখা গিয়েছে অভিনেতাকে।