ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার শুরু ৫ আগস্ট

ঢাকা
ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার আগামী ৫ আগস্ট (শুক্রবার) থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদ ও ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১১-২০২২ সমন্বয়কারী অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ক-ইউনিটের অর্ন্তভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিম্নলিখিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী ফার্মেসী অনুষদ (খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলা) কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সাক্ষাৎকারে নিম্নলিখিত কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

শিক্ষার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে:  

(ক) ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র

(খ) এস.এস.সি. এবং এইচ.এস.সি. পরীক্ষার মূল গ্রেডশিট

(গ) ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং বিষয়সমূহের পছন্দক্রম ফরম। উভয় ফরমে শিক্ষার্থী তারিখ ও মোবাইল নম্বর প্রদান করে স্বাক্ষর করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটসমূহ জমা রাখা হবে। সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে যে সকল শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে শুধুমাত্র তারাই ০৭/০৮/২০২২ তারিখে সাক্ষাৎকার দিতে পারবে। মূল গ্রেডশিটসমূহ জমা দেয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে।’