বিয়ে উদযাপনে গুলি ছুঁড়লেন বরের ভাই, প্রাণ গেল নববধূর
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
মাভাশ লেঘায়ি নামের এক নারীর বিয়ে ধুমধাম করে হয়। বিয়ে উদযাপন করতে বরের মামাতো ভাই লাইসেন্সহীন রাইফেল দিয়ে গুলি ছোঁড়েন। বন্দুকের প্রথম রাউন্ড গুলি ভালোভাবেই ছোঁড়েন। কিন্তু দ্বিতীয় রাউন্ড ছুঁড়তে গিয়ে বাধে বিপত্তি।
উচ্চ ক্ষমতার রাইফেলটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। গুলি গিয়ে লাগে ২৪ বছর বয়সী কনে মাভাশের মাথায়। আরও দুইজনকে আহত করে। গুলি খেয়ে কোমায় চলে যান সদ্য বিবাহিত মাভাস। এরপর মৃত্যুবরণ করেন।
আরো পড়ুন: পড়ার চাপ সহ্য করতে পারছি না—লিখে না ফেরার দেশে ছাত্রী
তবে আহত দুইজন অতিথি প্রাণে বেঁচে যান। ঘটনাটি ঘটেছে ইরানের ফিরুজাবাদ শহরে। সেখান থেকে ঘটনার পরপরই রাইফেল নিয়ে পালিয়ে যান বরের আত্মীয়। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিয়ের অনুষ্ঠান গুলি করে উদযাপন ইরানের নিষিদ্ধ ঐতিহ্য।