কুবির শেখ হাসিনা হলের প্রথম প্রভোস্ট সাহেদুর রহমান
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নবনির্মিত শেখ হাসিনা হলের প্রথম প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাহেদুর রহমান।
মঙ্গলবার (১৯ জুলাই) ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
এসময় তিনি বলেন, আগামী ২ বছরের জন্য শেখ হাসিনা হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। হল কবে উদ্বোধন হবে বা হলে কবে থেকে ছাত্রীরা উঠতে পারবে এ বিষয়গুলো প্রভোস্ট ঠিক করবে।
উল্লেখ্য, ২০১৭ সালের মার্চে হলটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়।