ছয় মাসে কোরআনের হাফেজ হলেন ৮ বছরের শিশু
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
মাত্র ছয় মাসে পবিত্র কোরআন মুখস্ত করেছেন আট বছরের শিশু আবেদা সুলতানা। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ার ৮ নং ওয়ার্ডের উত্তর গুল্যাখালীতে। আবেদা সুলতানার বাবা মো. আবদুল আজিজ নিজেও হাফেজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবেদা সুলতানাকে সাড়ে ৫ বছর বয়সে নুরানি শাখায় ভর্তি করান তারা বাবা মো. আবদুল আজিজ। এরপর আড়াই বছর নুরানি পড়ে আবেদা। ৩ মাস নাজরানা বিভাগে পড়ার পর কোরআন সবক নেয় আবেদা সুলতানা। এরপর মাত্র ৬ মাসে পবিত্র কুরআন হিফজ (মুখস্থ) করে সে।
মেয়ের এমন সফলতা প্রসঙ্গে তার বাবা মো. আবদুল আজিজ গণমাধ্যমকে বলেন, আমরা যেভাবে বলি, অনেক সময় সেভাবে পড়ানো যায় না। যখন শিক্ষিকা শিক্ষার্থীদের পড়ার জন্য চাপ দেয়, তখন অভিভাবকরা আমাদের সঙ্গে কথা কাটাকাটি করে। কিন্তু আবেদাকে আমরা যেভাবে বলেছি সে সেভাবে শুনেছে। তার মেহনতের মাধ্যমে আল্লাহর কালাম মুখস্থ করা সম্ভব হয়েছে। সবাই যখন ঘুমাত আবেদা তখন পড়ত। আবেদার কখনো সবক বন্ধ ছিল না। অসুস্থ থাকলেও সে সবক পড়ত। কখনো পড়া থেকে বিরত থাকত না।