কেন এত গরম— যা বলছেন আবহাওয়াবিদরা
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বেশ গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা ৩৬ থেকে ৩ ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে থাকলেও গরম অনুভূত হচ্ছে এর চেয়ে বেশি। এই গরমের বেশ কয়েকটি কারণ জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তারা বলছেন, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। তাপপ্রবাহ মৃদু হলেও মানুষের বেশি গরম লাগছে মূল বাতাসে আদ্রতা থাকার কারণে। বৃষ্টি হলে তাপমাত্র কমবে, তবে সেভাবে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা কমছে না।
গরম বেশি অনুভূত হওয়ার কারণ জানাগে গিয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, দক্ষিণ দিক থেকে মৌসুমি বায়ু আসে। সেখানে সমুদ্র পৃষ্ঠের ওপরের অংশে তাপমাত্রা বেশি থাকে। ফলে ওই দিক থেকে বাতাস এলেও তা গরম থাকে। এই কারণে বাতাসও পাওয়া যায়, আবার গরমও অনুভূত হয়।