অনশন ভাঙলেন ঢাবির ৪ শিক্ষার্থী

অনশন
অনশনরত পাঁচ শিক্ষার্থী

সাভার আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার আসামিকে গ্রেপ্তার ও বিচার দাবিতে অনশনে বসা ৪ শিক্ষার্থী ৬ ঘণ্টা পর অনশন ভেঙেছেন।

বুধবার (২৯ জুন) রাত ৮টার দিকে অভিযুক্ত স্কুলছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তারের খবর পেয়ে অনশন ভাঙেন তারা। 

অনশনরত শিক্ষার্থী চৌধুরী শামিম আফফান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা জিতেছি, আমরা সফল হয়েছি। অভিযুক্ত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দাবি থাকবে যাতে দ্রুত তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।’

আরও পড়ুন: শিক্ষককে পিটিয়ে হত্যাকারী জিতু গ্রেপ্তার

প্রসঙ্গত, উত্যক্তের ঘটনায় শাসন করায় গত শনিবার সাভারের আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে তারই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু। উৎপল কুমার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রের বাবাকে গতকাল মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর প্রধান অভিযুক্ত আশরাফুল আহসান জিতুকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।