রাবিতে ৩৭ হাজার আসন ফাঁকা রেখেই হবে ভর্তি পরীক্ষা 

রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ২ লাখ ১৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ থাকলেও চূড়ান্ত আবেদন সম্পন্ন করেছেন ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে ৩৭ হাজার ৭৩২ টি আসন ফাঁকা রেখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ভর্তি পরীক্ষা।

বুধবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। 

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে তিন ধাপে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যেখানে জিপিএ ও নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের আবেদন সুযোগ পেয়েছে। তারমধ্যে ব্যবসা বিভাগ তথা বি ইউনিটে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন পড়েনি। ফলে যারা প্রাথমিকে করা সকলই চূড়ান্ত আবেদনের সুযোগ পেয়েছে। তাছাড়া নির্ধারিত সময়ে আবেদন সম্পন্ন না করাই এ ইউনিটেও কিছু আবেদন পড়েনি।

পরবর্তী ধাপে আবার আবেদন গ্রহণের বিষয়ে জানতে চাইলে এ পরিচালক বলেন, আবেদনের আর কোন সুযোগ নেই। সকলে যাতে যোগ্যতার ভিত্তিতে আবেদনের সুযোগ পায়, সেজন্য তিন ধাপে আবেদন নেয়া হয়েছে। এভাবে আর আবেদন গ্রহণের সুযোগ নেই। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আনুসাঙ্গিক অন্যন্য কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। নির্ধারণ সময়ের মধ্যেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় এ, বি, সি ইউনিট মিলে মোট চূড়ান্ত আবেদন করেছেন ১ লাখ ৭৮ হাজার ২৬৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী। যারমধ্যে এ ইউনিটে পড়েছে ৬৭ হাজার ২৩৭ টি, বি ইউনিটে মোট আবেদন পড়েছে ৩৮ হাজার ৬২১টি এবং সি ইউনিটে মোট আবেদন পড়েছে ৭২ হাজার ৪১০টি। সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ২০ আসনের বিপরীতে লড়বে ৪৪ জন ভর্তিচ্ছু।