বিয়ের পাত্রী না পেয়ে বিলবোর্ড পোস্টার ছাপিয়ে ভাইরাল প্রকৌশলী

এমএস জগনের ছাপানো পোস্টার
পাত্রী চেয়ে এমএস জগনের ছাপানো পোস্টার

বিয়ের জন্য পাত্রী খুঁজছেন পাঁচ বছর ধরে। সংবাদপত্র ও বিভিন্ন সাইটে বিজ্ঞাপন দিয়ে লাভ হয়নি। ঘটকও খুঁজে দিতে পারেনি পাত্রী। এবার তাই সঙ্গী খোঁজার অভিনব পথ বেচে নিলেন প্রকৌশলী যুবক। সেই পন্থায় রাতারাতি ভাইরাল হয়েছেন তিনি। এমন ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মাদুরাইয়ের ভিল্লাপুরমের বাসিন্দা এমএস জগন (২৭) পাঁচ বছর ধরে জীবনসঙ্গীর সন্ধান চালাচ্ছেন। কিন্তু মনের মতো কাউকে পাননি। এ জন্য শহরজুড়ে পোস্টার দিয়েছেন। বিলবোর্ড, হোর্ডিং, ব্যানারও টানিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘মিস রাইট চাই।’সঙ্গে নাম, ঠিকানা, পিতৃ পরিচয়, গোত্র, চাকরি, বেতন, পছন্দ-অপছন্দও লেখা রয়েছে জগনের। পাত্রের বড় করে ছাপানো ছবিও দিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: পাকিস্তানি প্রেমিকের কাছে যেতে যা করলেন ভারতীয় শিক্ষিকা

জগন বলেন, ৫ বছর ধরে জীবনসঙ্গী খুঁজছি। কিন্তু মনের মতে মানুষ পাইনি। এ জন্য অন্যপথ ধরলাম। অনেকে হাসাহাসি করছেন, ট্রল করছেন। কিন্তু তাতে কিছু যায় আসে না আমার। জীবনসঙ্গীর খোঁজ পাবেন বলে আশাবাদী তিনি। এখন বিবাহযোগ্য মেয়েদের পরিবার বা পাত্রীর ফোন বা মেসেজের অপেক্ষায় তিনি।