কাতার বিশ্বকাপে খেলা হবে পাকিস্তানের তৈরি ফুটবল দিয়ে

কাতার বিশ্বকাপ
কাতার বিশ্বকাপ

ইবনে বতুতার ভ্রমণ আর জীবনের গল্প নিয়ে যে বই লেখা, তার নামে বলটার নাম —আল রিহলা। বাংলায় অর্থ দাঁড়ায় ভ্রমণ। আরবি ভাষায় ভ্রমণ বোঝানো আল রিহলা নামের এই বল কাতারের সংস্কৃতি, স্থাপনা, ঐতিহ্যবাহী নৌকা ও পতাকা থেকে অনুপ্রাণিত। বলটি ১০ টি শহর ভ্রমণ করবে।

কাতার বিশ্বকাপে এবার খেলা হবে পাকিস্তানের তৈরি ফুটবল দিয়ে। দেশটির শিয়ালকোটে ‘আল রিহলাহ’ নামে বলগুলো তৈরি করা হচ্ছে। সোমবার (২০ জুন) পাকিস্তানের সরকারি সংবাদ সংস্থা এপিপি’র সূত্রে ডন এই খবর নিশ্চিত করে।

আরও পড়ুন: বন্যাদুর্গত মানুষের পাশে শায়খ আহমাদুল্লাহ

আগেও অন্তত তিনবার ফিফা ফুটবল বিশ্বকাপে শিয়ালকোর্টের ফরোয়ার্ড স্পোর্টস ব্র্যান্ডের ফুটবল ব্যবহৃত হয়েছে। আসন্ন বিশ্বকাপের জন্য তৈরি ফুটবলের ডিজাইনে কাতারের সংস্কৃতি প্রতিফলিত হয়েছে।বল তৈরিতে ব্যবহৃত হয়েছে আবহাওয়া উপযোগী পুনর্ব্যবহারযোগ্য উপাদান ও পরিবেশবান্ধব পানিভিত্তিক কেমিক্যাল।

প্রস্তুতকারকরা জানান, বলটি ২০টি প্যানেলের সমন্বয়ে গঠিত। পৃথিবীর অন্যতম সেরা ফুটবল হিসেবে এটিকে আখ্যায়িত করা হচ্ছে।