মাদক সেবনরত অবস্থায় কুবি শিক্ষার্থীসহ আটক ৩
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
মাদক সেবনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীসহ বহিরাগত তিনজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে গাঁজা সেবনের সময় শিক্ষার্থীরা তাদেরকে আটক করে প্রক্টরিয়াল টিমকে খবর দেয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে এসে তাদেরকে অনুসন্ধান করা হলে গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জমাদি পাওয়া যায়।
আটককৃতরা হলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষার্থী আনাস আহমেদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা আক্তার নিশাত, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আমিনুল হাসান খান এবং লালমাই সরকারি কলেজের রাসেল খান।