শ্রীলঙ্কায় আবারও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

বন্ধ
শ্রীলঙ্কায় আবারও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

জ্বালানী তেলের সংকটে আবার স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এর গত গত মে মাসে একই কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।

শুক্রবার (১৭ জুন) শ্রীলঙ্কার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (২০ জুন) থেকে সব সরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও স্থানীয় কাউন্সিলগুলোকে ন্যূনতম পরিষেবা চালু রাখতে হবে। গণপরিবহনের স্বল্পতার পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের ব্যবস্থা করা কঠিন হয়ে যাওয়ায় অফিসে সশরীরে কর্মী উপস্থিতি ব্যাপকভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মীরা বাসায় থেকেই অফিসের কাজ করতে পারবেন। কেবল চিকিৎসার মতো জরুরি সেবাদানকারীদের জন্য সশরীরে অফিস ব্যবস্থা চালু থাকবে।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ এক টুইট বার্তায় জানিয়েছিলেন, ‘এই মে-আগস্ট মৌসুমে সার পাওয়ার সময় নাও থাকতে পারে, তবে সেপ্টেম্বর-মার্চ মৌসুমের জন্য পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।