চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া নারী বেঁচে আছেন

ট্রেন
ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই নারী

চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে যাওয়া সেই নারী বেঁচে আছেন। যদিও ট্রেনের ধাক্কায় তার শরীর থেঁতলে গেছে। বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

শুক্রবার (১৭ জুন) সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই নারীর নাম বেবি বেগম। তিনি নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াি ভিডিও ফুটেজে দেখা গেছে, বেবি  আত্মহত্যা করার জন্য হেঁটে গিয়ে চলন্ত ট্রেনের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। ঠিক সেই মুহূর্তে দ্রুতগামী একটি ট্রেন তার গায়ের ওপর দিয়ে চলে যায়। আহত অবস্থায় তাকে স্থানীয় ও রেলওয়ে পুলিশের সহায়তায় নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চলছে তার চিকিৎসা।

আরও পড়ুন: হজ করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানার ওসি খন্দকার জসিম উদ্দিন বলেন, চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি বেঁচে আছে। তার পিতার নাম ইয়াকুব। তারা চার ভাই বোন। কি কারণে সে আত্মহত্যা করার জন্য রেললাইন যায় জানা যায়নি। হাসপাতালের দ্বিতীয় তলার ৬ নম্বর বেডে আছেন তিনি।