ঘরের হাঁটু পানিতে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

শিক্ষার্থী
মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর পাহাড়ি ঢলে ঘরের হাঁটু পরিমাণ পানিতে বিদ্যুতায়িত হয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম শিপন মিয়া (১৪)। সে ওই এলাকার আলী হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসা সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, সে মাছ ধরে বাড়ি ফিরে পরনের ভেজা কাপড় বদলানের জন্য জন্য ঘরে ঢোকে। কিন্তু আগে থেকেই ঘরের ভেত‌রে পাহা‌ড়ি ঢ‌লের পা‌নি হাটু পর্যন্ত ছিল। এক‌টি বিদ্যুতের তার ছিঁড়ে সেই পানি বিদ্যুতায়িত হয়। শিপন না বু‌ঝে ঘ‌রে ঢুকতেই বিদ্যুতায়িত হয়। প‌রে উদ্ধার ক‌রে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

না‌লিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ব‌ছির আহ‌ম্মেদ বাদল ঘটনাটি নিশ্চিত করেছেন।