৪৪তম বিসিএস: সাধারণ বিজ্ঞান অংশের সমাধান

কমিটি
সাধারণ বিজ্ঞান অংশের সমাধান

১। সুপরিবাহী পদার্থে Valence Band এবং conduction Band ---

উত্তর: খ) ওভারল্যাপ থাকে

২। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে

উত্তর: সিলভার ব্রোমাইডের

৩। বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?

উত্তর: নাইট্রোজেন

৪। ফলিক এসিডের অন্য নামা কি?

উত্তর: ভিটামিন ভি

৫। যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে?

উত্তর: হাম

৬। শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়?

উত্তর: বছরে দুইবার

৭। ব্যাকটেরিয়ার গতিশীলতা জন্য তার যে গঠন দায়ী---

উত্তর: ফ্ল্যাজেলা

৮। কেপলার-৪৫২ কী?

উত্তর: পৃথিবীর মতো একটি গ্রহ

৯। ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি

উত্তর: কেমিক্যাল স্টেরিলাইজেশন

১০। সাবানের আয়নিক গ্রুপ হলো—

উত্তর: COB-Na+

১১। কোন জোড়াটি বেমানান?

উত্তর: ব্যাকটেরিয়া-রবার্ট হুক

১২। এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান

উত্তর: প্রোটিন

১৩। মকরক্রান্তি রেখা কোনটি?

উত্তর: ২৩৩০’ দক্ষিণ অক্ষাংশ

১৪। পরম শূন্য তাপমাত্রা কোনটি?

উত্তর: 00 কেলভিন

১৫। আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?

উত্তর: শূন্য