সাজেক ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, আগামী ২০ মে বিকেলে হেলিকপ্টারে করে তিনি সাজেকে আসবেন। অবকাশ যাপন শেষে ২২ মে বিকেলে তিনি সাজেক ছাড়বেন।
রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকের কোনো রিসোর্ট বন্ধ থাকবে না। তার সফরসঙ্গীদের জন্য কিছু রিসোর্ট বুক রাখতে সাজেক কটেজ মালিক সমিতিকে বলা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো কটেজ বন্ধ থাকবে না। তবে ১৮ মে থেকে ২২ মে পর্যন্ত পর্যটকদের অতি নিরাপত্তার বলয়ের মধ্যে দিয়ে সাজেক যেতে হবে।
এর আগে তিন দিনের সফরে গত ১২ মে রাষ্ট্রপতির সাজেকে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সফর বাতিল করা হয়েছিল।