হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ
নুরুজ্জামান আহমেদ

অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউ বিভাগে রয়েছেন।

শনিবার (৭) রাতে নিজ গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে দিনগত রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে রমেক হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) চিকিৎসক শাকিল গফুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জে গ্রামের বাড়িতে থাকার সময় মন্ত্রীর বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। আড়াইটার দিকে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনা হয়। তাকে সিসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: ঘরে পাওয়া গেল মা ও স্কুলপড়ুুুয়া দুই মেয়ের গলাকাটা লাশ

রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বলেন, মন্ত্রীর আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। শনিবার বুকে ব্যথা অনুভব করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকরা সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া শুরু করেন। বর্তমানে তিনি ভালো আছেন। তবে তার উন্নত চিকিৎসার জন্য আজই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হবে।

প্রসঙ্গত, ঈদ উদযাপনের জন্য ২৯ এপ্রিল ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।