এশিয়ান গেমস ২০২৩ সাল পর্যন্ত স্থগিত

খাঁ
এশিয়ান গেমস

চীনের হাংঝোতে আগামী (১০-২৫) সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের ১৯তম আসর ২০২৩ সাল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে শুক্রবার (৬ মার্চ) অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এশিয়ান গেমস স্থগিতের ঘোষণা দেয়।

বিশ্ব সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, বৈশ্বিক চ্যালেঞ্জ’ স্বত্বেও হাংজো আয়োজক কমিটি গেমস আয়োজনে প্রস্তুত ছিল। কিন্তু মহামারি পরিস্থিতির সতর্ক পর্যবেক্ষণ এবং গেমসের আকারের কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সবার মত নিয়ে এটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, গেমসের নতুন তারিখ ‘নিকট ভবিষ‍্যতে’ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তবে গেমসের নাম এবং প্রতীক অপরিবর্তিত থাকবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সাংহাইয়ে কিছুদিন ধরেই নতুন করে লকডাউন জারি রয়েছে। সেখান থেকে এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া আসরের আয়োজক শহর হাংজো মাত্র ১৭৫ কিলোমিটার দূরে। 

রাজধানী বেইজিংসহ অন্য শহরগুলোতেও করোনাভাইরাস বিধিনিষেধ জারি রয়েছে। তাই নির্ধারিত সময়ে এই আসর শুরু নিয়ে আলোচনা চলছিল কিছু দিন ধরেই। এশিয়ান গেমস অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম ক্রীড়াযজ্ঞ হিসেবে পরিচিত।