উত্তরায় অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২

এক্সিডেন্ট
অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষ

রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টায় উত্তরা ১৩ নম্বর সেক্টরে সিঙ্গারের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক তৈবুর আলী (৬৫) ও যাত্রী তাইফুর রহমান রাতুল (২৮)। নিহত তৈয়বের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়। তিনি রাজধানীর ধোলাইপাড় এলাকায় থাকতেন। রাতুলের স্থায়ী ঠিকানা এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার শোরুম মোড়ে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল মর্গে আছে। এ ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমেদ আমাদের হেফাজতে আছে ও মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার

নিহত তৈবুর আলীর ছেলে তরিকুল গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমি ঢাকা মেডিকেলে আসি, এসে দেখি আমার বাবা আর নেই। এ ঘটনায় আমার বাবার অটোরিকশায় থাকা যাত্রী রাতুল নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানতে পেরেছি।