বাবার কবর জিয়ারত করার সময় বজ্রপাতে ছেলের মৃত্যু

খাঁ
বজ্রপাত

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার কবর জিয়ারত করার সময়ে বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবক মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৩ মে) সকালে সদরের দুর্গাপুরে এ ঘটনা ঘটে। নিহত রনি মিয়া দুর্গাপুরের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

জানা গেছে, ঈদের নামাজ শেষে বাবার কবর জিয়ারতের জন্য স্থানীয় একটি কবরস্থানে যায় রনি। কবর জিয়ারত অবস্থায় বজ্রপাত শুরু হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় জানান, হাসপাতালে আনার আগেই রনির মৃত্যু হয়েছে।

এদিকে টাঙ্গাইলে নদীতে গোসল করতে নেমে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া পাড়ে থাকা দুইজন আহত হয়েছেন। তারা ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য সেখানে গোসলে গিয়েছিল। মঙ্গলবার সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ইউনিয়নের চেয়ারম্যান মালেক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কিশোররা হলেন- উপজেলার হাতিয়া এলাকার মো. আরিফ (১৬), মো. রাকিব (১৫) ও মো. ফয়সাল (১৭)। 

চেয়ারম্যান জানান, ঈদের নামাজ পড়তে যাওয়ায় উদ্দেশ্যে ওই কিশোররা নদীতে গোসল করতে নেমেছিল। তখন বজ্রপাত হয়। এতে তারা গুরুত্বর আঘাত পায়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, দুইজন আহত হয়েছিল, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।