নদীতে শতাধিক যাত্রী নিয়ে ডুবল নৌকা

নৌকা
নৌকা ডুবি

টাঙ্গাইলে নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের ঈদ আনন্দ নদীতেই ভেসে গেছে।

রবিবার (১ মে)  বাসাইল উপজেলার নথখোলা ব্রিজের নিচে এই ঘটনা ঘটে৷ নৌকার অধিকাংশ যাত্রী গার্মেন্টস কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুতে যানজটের আশঙ্কায় গাজীপুর গার্মেন্টসকর্মীসহ যাত্রীদের নিয়ে চারটি ইঞ্জিনচালিত নৌকা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। নৌকাগুলো বাসাইলের নথখোলা ব্রিজ অতিক্রমের সময় পেছনে থাকা একটি নৌকা পানির নিচে থাকা পরিত্যক্ত পিলারের সাথে ধাক্কা খায়। এতে নৌকাটির তলা ফেটে ভেতরে পানি উঠতে শুরু করে।এসময় যাত্রীরা তারাতাড়ি করে নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার দিয়ে পারে ওঠেন। বিষয়টি দেখে স্থানীয়রাও যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের ঈদ আনন্দই নষ্ট হয় গেছে।