এক যুগের বিরতি ভেঙ্গে নতুন গান নিয়ে আসছে জেমস

জেমস

দেশের ব্যান্ড সংগীতের শীর্ষ তারকা মাহফুজ আনাম জেমসের সর্বশেষ মৌলিক গান এসেছিল ১২ বছর আগে। এ সময়ে গান প্রকাশের পরিবেশ না থাকাকে কারণ হিসেবে উল্লেখ করে অনেক গানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জনপ্রিয় এ ব্যান্ড তারকা। এরপর অনেকেই তার নতুন গানের আশা ছেড়ে দিয়েছিলেন।

অবশেষে জেমস নতুন গান প্রকাশের পরিবেশ পেয়েছেন। ফলে ভক্তদেরও অপেক্ষার পালা ফুরোচ্ছে। সেটিও ঈদের আগের রাত অর্থাৎ চাঁদরাতে। ইতোমধ্যে গানটির রেকর্ডিং ও ভিডিও নির্মাণ হয়েছে। এখন কেবলমাত্র চাঁদরাতের অপেক্ষা।

আরও পড়ুন: সুবাহকে তালাক দিলেন ইলিয়াস

জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে ইউটিউবে বসুন্ধরা ডিজিটাল নামের একটি চ্যানেল থেকে জেমসের নতুন গান প্রকাশিত হবে।

গানটির বিষয়ে জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক যুগ পর জেমস ভাইয়ের নতুন গান আসছে কথা সত্য। তবে এ নিয়ে বিস্তারিত জানতে হলে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। আজ বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তখনই বিস্তারিত জানানো হবে।

দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য- ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমনি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।

দেশের সিনেমায়ও জেমসের জনপ্রিয় গানের সংখ্যা কম নয়। ‘আসবার কালে আসলাম একা’, ‘দেশা আসছে’, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’, ‘এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে’, ‘বিধাতা’ গানগুলো শ্রোতাদের অসামান্য ভালোবাসা পেয়েছে।